পাঠের আসরে হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’

চবি বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নানাবিধ কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো পাঠচক্র, যেখানে কোনো একটি নির্দিষ্ট বই এবং এর বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২৪ জানুয়ারি নতুন বছরের প্রথম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে পাঠচক্র অনুষ্ঠিত হয়
ছবি: বন্ধুসভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ উপন্যাসটি নিয়ে পাঠের আসর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। সামাজিক এ উপন্যাস থেকে তৎকালীন সমাজজীবন এবং পারিবারিক ও সাংসারিক নানা টানাপোড়েনের একটি সুস্পষ্ট রূপ সম্পর্কে জানতে পারা যায়।

বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা। পাঠের আসরটি পরিচালনা করেন পাঠচক্র সম্পাদক আফিয়া আনজুম।

প্রচার সম্পাদক, চবি বন্ধুসভা