জিয়াউল হক রচিত ‘অন্তর মম বিকশিত করো’ কবিতার বই নিয়ে পাঠের আসর করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ২৪ জানুয়ারি বিকেলে শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।
কবিতাটি পাঠ ও আলোচনা করেন বন্ধু আশরাফি আলিফ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ।
পাঠচক্রে উঠে আসে, এই কবিতায় কবি ঈশ্বরের কৃপা প্রার্থনা করেন, যাতে তাঁর হৃদয় শুদ্ধ হয়ে ওঠে এবং সঠিক পথনির্দেশ পান। তিনি চান, তাঁর অন্তর অহংকার, হিংসা ও আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত হয়ে উদারতা, শান্তি ও প্রেমে পরিপূর্ণ হোক।
কবিতার মূল ভাবনা হলো আত্মার পরিশুদ্ধি এবং মানবিক গুণাবলির বিকাশ। কবি মনে করেন, মানুষের জীবনের প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন তার অন্তর আলোকিত হয় এবং সে নিজের ছোট্ট গণ্ডি পেরিয়ে বৃহত্তর মানবকল্যাণের পথে এগিয়ে যায়।
এই কবিতা পাঠককে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে এবং জীবনের গভীরতর অর্থ উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। এগুলো নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক নয়ন খান।
দিকনির্দেশনামূলক পরামর্শ দেন সাবেক সভাপতি হাসিব উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাশিদুল ইসলাম, বন্ধু বৃষ্টি ইসলাম, ছন্দা খাতুনসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা