রূপসী বাংলার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল ব্রজমোহন কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জীবনানন্দ মেলা। ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হওয়া তিন দিনব্যাপী এই মেলায় প্রথমা প্রকাশনের সহযোগিতায় স্টল দিয়ে অংশগ্রহণ করে বরিশাল বন্ধুসভা।
১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। মেলা পরিচালনা ও সাংস্কৃতিক দায়িত্বে ছিলেন ব্রজমোহন কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে কবি জীবনানন্দ দাশের স্মৃতিচারণা করেন।
মেলায় নাটক প্রদর্শন, নাচ ও গান পরিবেশনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ছিল নানা আয়োজন। বই, খাবার, পোশাক, হস্তশিল্পসহ নানা কিছু নিয়ে মোট ৫৫টি স্টল ছিল। বরিশাল বন্ধুসভার স্টল সাজানো হয় প্রথমা প্রকাশনের বিভিন্ন বই দিয়ে। স্টল থেকে ক্রেতারা তাঁদের পছন্দের বই কিনেছেন। পছন্দের বই কিনতে পেরে খুশি ছোট-বড় সব ক্রেতা।
বন্ধুসভার স্টলের দায়িত্বে ছিলেন বইমেলা সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মুনমুন হাসান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মীম হাসান, অর্থ সম্পাদক মো. সফিউল্লাহ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম কিবরিয়া, সহসভাপতি নাঈমা রহমান, কার্যনির্বাহী সদস্য লাবিবাসহ অন্য বন্ধুরা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপদেষ্টা এম জসিম উদ্দিন, সভাপতি নাঈম ইসলাম ও সাধারণ সম্পাদক ওমানা এ্যানজেলিন।
যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল বন্ধুসভা