তীব্র দাবদাহে শ্রমজীবী মানুষের জন্য উদ্যোগ ‘স্বস্তি’

শ্রমজীবী মানুষ ও পথচারীদের মধ্যে ক্যাপ, স্যালাইন ও পানি বিতরণ করেছে গাজীপুর বন্ধুসভাছবি: বন্ধুসভা

দেশে চলছে তীব্র দাবদাহ। প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠা–নামা করছে। চলমান এই হিট ওয়েভে শ্রমজীবী মানুষ ও পথচারীরা আছেন সবচেয়ে কষ্টে। তাঁদেরকে কিছুটা হলেও স্বস্তি দিতে ক্যাপ, স্যালাইন ও পানি বিতরণ করেছে গাজীপুর বন্ধুসভা।

২২ এপ্রিল ‘স্বস্তি’ শিরোনামে কর্মসূচির প্রথম দিন ৫০ জনের মধ্যে ক্যাপ, স্যালাইন ও পানির বোতল বিতরণ করেন বন্ধুরা। পাশাপাশি ১০০০ জনের বেশি পথচারী ও শ্রমজীবী মানুষকে ঠান্ডা স্বাস্থ্যকর শরবত পান করানো হয় এবং ৩০০ জনকে স্যালাইন বিতরণ করা হয়। হিট অ্যালার্ট যত দিন থাকবে, তত দিন এই কর্মসূচি পালন করা হবে বলে জানান বন্ধুরা।

রিকশাচালক আবদুর রহমান (৬৫) বলেন, ‘এই গরমে রিকশা চালাইতে অনেক কষ্ট হয় বাবা। তা–ও কাজ না কইরা কি আর পারি! বাইরে যা পানি পাওয়া যায় তা–ও গরম। অহন ঠান্ডা শরবত খাইয়া আত্মাডা শান্তি পাইল।’

জয়দেবপুর রেলগেটে দায়িত্বরত সার্জেন্ট পুলিশ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘বন্ধুসভার এই উদ্যোগটি ব্যতিক্রম এবং প্রশংসনীয়। শত শত পথিকের জন্য প্রশান্তি এ রকম আয়োজন।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা, সহসভাপতি সজীব চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক পিয়াল, বন্ধু বাধন সরকার, সামিউল ইসলাম, আরিফ হোসাইন, সুমন মিয়া, আসমা আক্তার, মনির হোসাইনসহ অন্য বন্ধুরা।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা