গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারা গাছ রোপণের পর পরিচর্যা করছেন দুই বন্ধুছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২ সেপ্টেম্বর ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বন্ধুসভার উপদেষ্টা হাফিজুর রহমান, জবি বন্ধুসভার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লিমনসহ অন্য বন্ধুরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে, কাঁঠালতলা, মুক্তমঞ্চসহ বিভিন্ন স্থানে কাঁঠাল, আমগাছসহ বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করা হয়।

বন্ধুরা বলেন, ‘মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে গাছের তুলনা নেই। গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন।’

সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লিমন বলেন, ‘যাঁরা গাছ সংরক্ষণে সচেতন নন, তাঁরা শিগগিরই এমন একটি পৃথিবীতে বাস করবেন, যা মানুষকে ধরে রাখতে পারে না।’

সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা