মাদককে একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়

ময়মনসিংহ বন্ধুসভা বনাম ক্লিন আপ ময়মনসিংহ ফুটবল প্রীতি ম্যাচ
ছবি: বন্ধুসভা

সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে মাদকের ছোবল। এ থেকে মুক্তির জন্য খেলাধুলার বিকল্প নেই। আর এই বার্তা যুবসমাজের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া নিশ্চিত করতে ‘তারুণ্যের ভাবনায় মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ’ স্লোগানে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে ময়মনসিংহ বন্ধুসভা। সহযোগিতা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ।

ট্রফি নিয়ে বিজয়ী দলের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

৬ সেপ্টেম্বর বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক উমেদ আলী মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় ময়মনসিংহ বন্ধুসভা ও ক্লিন আপ ময়মনসিংহ। খেলায় ৩-০ গোলে জয়ী হয় বন্ধুসভা। খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। সবার উদ্দেশে তিনি বলেন, ফেসবুকে বুঁদ হয়ে থাকা তরুণ, মাদকের ঘোরে থাকা যুবক ও অপসংস্কৃতির বেড়াজালে আটকে থাকা কিশোর বন্ধুদের সুস্থ বিনোদনের জন্য প্রতিটি মহল্লায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

আয়োজনে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, মাদক পরিবার, সমাজ, দেশ ও জাতির অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশে বলেন, মাদককে একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়।

আমন্ত্রিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ লায়ন মো. এখলাস উদ্দিন খান, ময়মনসিংহ ফুটবল ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন মুকুল, ক্লিন আপ ময়মনসিংহের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মতিয়র ইসলাম ফয়সাল, ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা ছৈয়দ রায়হান উদ্দিন, আলী ইউসুফ, ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি সুব্রত কুমার সিংহ প্রমুখ।

অতিথিরা যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান। নির্ধারিত ৭০ মিনিটের খেলা শেষে বিজয়ী দলের হয়ে ট্রফি গ্রহণ করেন অধিনায়ক আবুল বাশার এবং রানার্সআপ ট্রফি গ্রহণ করেন জান্নাতুন নাইম চঞ্চল।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা