সত্যেন সেনের ‘মসলার যুদ্ধ’ নিয়ে পাঠচক্রের আসর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ঢাবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

সত্যেন সেনের ‘মসলার যুদ্ধ’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৭ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এটি অনুষ্ঠিত হয়।

বন্ধু মেহেরাজ হাসানের বই পরিচিতি উপস্থাপনার মধ্য দিয়ে পাঠচক্রের সূচনা হয়। আলোচকেরা এ বইয়ের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং উপনিবেশ গঠন ও তৎকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পাঠচক্রে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহসভাপতি মামুন খান, সাধারণ সম্পাদক আনমুন জেসমিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইশিতা জাহান, বইমেলা সম্পাদক আলভিসহ অন্য বন্ধুরা।

বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা