‘কয়েক দিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে। বউ প্রতিদিন ফোন কইরা কয়, কয়ডা গাছ আইনা বাড়িতে লাগাও। গাছের দামও অনেক বেশি। এ জন্য বেশি গাছ লাগাইতে পারি নাই। আজ বন্ধুসভার গাছ পাইয়া বাড়িতে নিয়া যাব। বউ এই তরতাজা গাছগুলো দেখলে খুশি হবেনে।’ ফরিদপুর বন্ধুসভার পক্ষ থেকে চারাগাছ উপহার পেয়ে এভাবেই অভিব্যক্তি ব্যক্ত করেন নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের বাসিন্দা হোটেল কর্মচারী শামীম শেখ (৩৬)।
দিনাজপুরের কর্ণাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আম ও কাঁঠালের চারাগাছ বিতরণ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। স্কুলটির শিক্ষার্থী মায়ামিন গাছ হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে বলে, ‘এই গাছ আমাদের উঠানে লাগাব। গাছ থেকে ফল হলে বন্ধুসভার ভাইয়া–আপুদের নিয়ে খাব।’
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে দেশব্যাপী চলছে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি। গত জুন মাস থেকেই সারা দেশের স্থানীয় বন্ধুসভাগুলো নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণ করে আসছে। এ বছর এই কর্মসূচিতে যুক্ত হয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। সারা দেশের বন্ধুদের জন্য ব্র্যাকের পক্ষ থেকে ৭০ হাজার গাছের চারা দেওয়া হয়েছে। জেলায় জেলায় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেগুলো রোপণ করছেন বন্ধুসভার বন্ধুরা।
গত ২৬ আগস্ট বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে রাজধানীর পূর্বাচলের ছনপাড়ার একটি আবাসিক পল্লিতে বৃক্ষরোপণ করা হয়। রোপণ করা হয়েছে আম, কাঁঠাল, আমলকী, নিম, লেবু, কদমসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের ১ হাজার ৫০০টি চারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সহসভাপতি মাহবুব পারভেজ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিনা বর্ষা, সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, কার্যকরী সদস্য আলাদিন আসাদ, ঢাকা মহানগর বন্ধুসভার অনিক সরকার, মেঘা খেতানসহ অন্যান্য বন্ধু ও স্থানীয় লোকজন। রোপণের পর সেগুলোর পরিচর্যার দায়িত্ব দেওয়া হয় পল্লির কর্মচারীদের।
এদিকে ক্যাম্পাসের রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন হলের কর্মচারীদের মধ্যে চারাগাছ বিতরণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। কেরানীগঞ্জের কদমতলীর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার চত্বর থেকে প্রায় এক কিলোমিটারজুড়ে সড়ক বিভাজকে দুই শতাধিক চারাগাছ রোপণ করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরা।
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট-লক্ষ্মীপুর সড়কের দুই পাশে এত দিন কোনো গাছপালা ছিল না। সেখানে পথচারীদের সুবিধার্থে আম, কাঁঠাল ও নিমগাছের চারা রোপণ করে গাইবান্ধা বন্ধুসভা। রাজশাহীর চরখিদিরপুর, পদ্মার পাড়, আলোর পাঠশালার মাঠ, শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের নিজ নিজ বাড়ির আঙিনা, রাজশাহী সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় চারাগাছ রোপণ করে রাজশাহী বন্ধুসভা। কর্মসূচিতে ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রউফ বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য একটি অনস্বীকার্য উপাদান হচ্ছে অক্সিজেন। গাছপালা এই অক্সিজেন আমাদের কাছে সরবরাহ করে। আমাদের বেশি করে বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে।’
রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কার্তিক ও ব্যাঙ্গলের পাচিল গ্রামের পতিত জমি, ফাঁকা রাস্তার দুই ধার, ঈদগাহ মাঠ, মসজিদ ও স্কুলে গাছের চারা রোপণ এবং স্থানীয় লোকজনের মধ্যে বিতরণ করে রংপুর বন্ধুসভা।
এ ছাড়া বৃক্ষরোপণ করেছে চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, কুমিল্লা, ঝালকাঠি, ফেনী, সৈয়দপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেট, গাজীপুর, পটিয়া, চকরিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাঙ্গুনিয়া, রাউজান, মাদারীপুর, জামালপুর, ভৈরব, গোপালগঞ্জ, বশেমুরবিপ্রবি, ময়মনসিংহ, রাজবাড়ী, গোয়ালন্দ, গৌরনদী, টাঙ্গাইল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, শেরপুর, সুনামগঞ্জ, পাবনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বন্ধুসভা। অন্যান্য বন্ধুসভাও এই সপ্তাহের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।