বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। যার যত বেশি দক্ষতা, তার চাহিদা তত বেশি। তাই মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি বন্ধুসভার বন্ধুদের পেশাগত জীবনের জন্য দক্ষ করে গড়ে তুলতে বেশ কয়েকটি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচালনা পর্ষদ।
জাতীয় পর্ষদের দ্বাদশ কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ জুন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান বৃক্ষরোপণ কর্মসূচি, বন্ধুর গান প্রতিযোগিতা ও লেখক বন্ধু উৎসবের অগ্রগতি; অনার-বন্ধুসভা টেক শো, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা, অনলাইনে বিতর্ক ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা, ফল উৎসব, বর্ষা উৎসব নিয়ে আলোচনা হয়। বছর শেষে জাতীয় বন্ধু সমাবেশ আয়োজন নিয়েও কথা হয়।
সভা পরিচালনা করেন জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক। বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন কর্মসূচির সমন্বয়ক মোহাম্মদ আলী ফিরোজ ও সাইমুম মৌসুমী বৃষ্টি। বন্ধুর গান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন সাংস্কৃতিক সম্পাদক পৌলমী অদিতি। আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হবে লেখক বন্ধু উৎসব। সেটির প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরেন কার্যনির্বাহী সদস্য সৌমেন্দ্র গোস্বামী।
প্রতি সপ্তাহের বুধবার অনুষ্ঠিত হচ্ছে অনার-বন্ধুসভা ভার্চ্যুয়াল টেক শো। এরই মধ্যে আটটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। বছরব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। সভায় টেক শোর প্রভাব ও সাফল্য নিয়ে আলোচনা হয়। অনারের সৌজন্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা করতে যাচ্ছে বন্ধুসভা। সেটির অগ্রগতি তুলে ধরেন সভাপতি জাফর সাদিক।