বন্ধুসভার ব্যবস্থাপনায় নোয়াখালীতে ইউনিমেড-ইউনিহেলথের ফ্রি মেডিকেল ক্যাম্প

বন্ধুসভার ব্যবস্থাপনায় ইউনিমেড-ইউনিহেলথের ফ্রি মেডিকেল ক্যাম্পছবি: সংগৃহীত

বন্যাকবলিত নোয়াখালী জেলার ছয়ানী ইউনিয়নে ইউনিমেড-ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর প্রথম আলো বন্ধুসভার স্থানীয় সদস্যদের ব্যবস্থাপনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) চিকিৎসকদের তত্ত্বাবধানে তিন শতাধিক বন্যাকবলিত রোগীদের মধ্যে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করে ইউনিমেড–ইউনিহেলথ। সার্বিক তত্ত্বাবধানে ছিল স্থানীয় সামাজিক সংগঠন শিখা সংসদ।