বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে এডাস্ট বন্ধুসভার পাঠচক্র

এডাস্ট বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্র করেছে এডাস্ট বন্ধুসভা। ২ আগস্ট অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫০৭ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বন্ধুরা বলেন, বন্ধুসভা একটি সামাজিক স্বেচ্ছাসেবামূলক অরাজনৈতিক সংগঠন। প্রতিটি সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র রয়েছে এবং সেই ধারা অনুযায়ী অর্পিত দায়িত্ব, সবাই পালন করতে বাধ্য থাকবেন। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্য যেন নিজের দায়িত্ব বুঝে বন্ধুসভার আদর্শ মনে লালন করেন।

উপস্থিত ছিলেন এডাস্ট বন্ধুসভার সভাপতি অংকন তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া রশিদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ফারাবী আনাছ, অর্থ সম্পাদক কামরুন নাহারসহ অন্য বন্ধুরা।

প্রচার সম্পাদক, এডাস্ট বন্ধুসভা