ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। ৫ নভেম্বর ঢাকার আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
‘জেগেছে বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রথম আলো এবং বন্ধুসভার কাজ ও সাফল্যের কথা তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সহিদ আখতার হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদা ও ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার কো–অর্ডিনেটর এহসান উল্লাহ খান।
বক্তারা শিক্ষার্থীদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক কার্যক্রম ও আগামীর জন্য নিজেকে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন।
সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা