চীনের বুকে বন্ধুদের বাংলাদেশি সাংস্কৃতিক পরিবেশনা

বৃত্তি প্রদান পর্ব
ছবি: সংগৃহীত

চীনের নানজিং ইউনিভার্সিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনে আন্তর্জাতিক সাংস্কৃতিক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নিয়েছেন চীন বন্ধুসভার বন্ধুসহ বাংলাদেশি শিক্ষার্থীরা। তাঁরা নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও পরিবেশ উপস্থাপন করেছেন।

বাংলাদেশের পতাকা প্রদর্শন করেন আবদুর রহমান
ছবি: সংগৃহীত

২১ ডিসেম্বর জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং শহরে অবস্থিত ইউনিভার্সিটিটিতে এটি অনুষ্ঠিত হয়। বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় পোশাক পরিধান করেন। ২১টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের জাতীয় পতাকা প্রদর্শন করেন। বাংলাদেশের পতাকা প্রদর্শন করেন আবদুর রহমান।

এ ছাড়াও অনুষ্ঠানে জিয়াংসু গভর্নমেন্ট বৃত্তি গ্রহণ করেন নওশিন জামান, আমিনুল ইসলাম, বাদশা ও আসিফা। নানজিং গভর্নমেন্ট বৃত্তি গ্রহণ করেন ফাহমিদা ইসলাম, সাগর, আতিকা ও শিফা।