গাছের চারা রোপণ ও বিতরণ করল ফেনী বন্ধুসভা

ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘আমার মাটি, আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে ফেনী বন্ধুসভা। ৪ জুলাই ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি চত্বরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

গিরিশ-অক্ষয় একাডেমি চত্বরে ফেনী বন্ধুসভার গাছের চারা রোপণ
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, ফেনী গিরিশ-অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইউসুফ, ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, জি এ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা ফেরদৌস, বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী, হারুন উর রশীদ, আবুল খায়ের, বন্ধু জহিরুল ইসলাম, ইয়াছিন খোন্দকার, কার্যনির্বাহী সদস্য শেখ আশিকুন্নবী, সহসভাপতি মনিকা রায়, মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নুর উদ্দিন, বইমেলা সম্পাদক শাহারিয়ার উল্লাহ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এমদাদ হোসেনসহ অন্যান্য বন্ধুরা।

কার্যনির্বাহী সদস্য, ফেনী বন্ধুসভা