বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোরগ লড়াই খেলাছবি: বন্ধুসভা

দেশীয় খেলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং বন্ধুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ২ মার্চ ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে ছিল মোরগ লড়াই, বিস্কুট দৌড়, চাচা আপন প্রাণ বাঁচা, সুঁইসুতা দৌড়, হাড়িভাঙা, লক্ষ্য স্থির, বালিশ দখল, গুপ্তধন উদ্ধার, প্রীতি ক্রিকেট, ফুটবল ম্যাচসহ মোট ১০টি খেলা।

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

খেলা শেষে বিকেলে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। প্রত্যেকটি খেলায় ৩ জনসহ মোট ৩০ বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। এ সময় মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ, প্রিয় শিক্ষক সম্মাননাপ্রাপ্ত তাপস মজুমদার, উপদেষ্টা সুব্রত কুমার সিংহ, প্রথম আলোর বিজ্ঞাপন সহযোগী সাদিকুল ইসলাম, আলমাস হোসেন প্রমুখ।

উপদেষ্টা সাদিকুল ইসলাম বলেন, ‘আমাদের দেশীয় খেলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে। বর্তমান সময়ে হাতের কাছে মোবাইল ফোন, ইলেকট্রিক ডিভাইস থাকায় খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে। যার ফলে সহজেই নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে তাঁরা। আমাদের ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।’

ফুটবল খেলার আগে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফল করতে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক লামিয়া শাহরিন, সাধারণ সম্পাদক হামিদুল হক, সহসাংগঠনিক সম্পাদক এহতেশাম বিন অর্পন, অর্থ সম্পাদক শাকিলে আহমেদ, প্রচার সম্পাদক উম্মে সালমা, কার্যনির্বাহী সদস্য হিমেল মাহমুদসহ অন্যান্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা