চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্র ও লেখক আড্ডা
লেখক নাহিদুল হকের ‘বর্ণিল রূপ বাহারে’ বই নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২১ জুলাই বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে এটি অনুষ্ঠিত হয়।
‘বর্ণিল রূপ বাহারে’ বইটি এবারের একুশে বইমেলায় প্রকাশিত একটি কাব্যগ্রন্থ। বইটি নিয়ে আলোচনা করেন সভাপতি আরাফাত মিলেনিয়াম ও দপ্তর সম্পাদক আসেফ উৎস।
আরাফাত মিলেনিয়াম বলেন, ‘বইটি লেখকের জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে লেখা। এতে ফুটে উঠেছে জীবনের প্রেম, ভালোবাসা, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, নানা রকম দর্শন; যা আমাদের জীবনের সঙ্গে খুবই গভীরভাবে জড়িত।’
আসেফ উৎস বলেন, ‘বইটিতে আমাদের সমাজের বাস্তব কাহিনিগুলো স্থান পেয়েছে। যার মাধ্যমে আমরা আমাদের জীবনব্যবস্থা এবং সমাজব্যবস্থার সঙ্গে মিল খুঁজে পাই। বইটি পড়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার অনুপ্রেরণা পেতে পারি।’
পাঠচক্র শেষে বন্ধুসভার বন্ধুদের বই নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লেখক নাহিদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ফারহা উলফাৎ রহমান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, বন্ধু আমিরুল মুমেনিনসহ অন্য বন্ধুরা।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা