‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ স্লোগানে বৃক্ষরোপণ করেছে গাজীপুর বন্ধুসভা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২৫ জুন গাজীপুর মহানগরের জয়দেবপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন জয়দেবপুরের বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে এবং রাস্তার ধারে অসংখ্য ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বন্ধুরা। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন। অর্ধশত চারা স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়।
বন্ধুরা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। তা ছাড়া বৃক্ষের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বন্ধু নাছির উদ্দীন, তামিম মল্লিকসহ আরও অনেকে।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা