গরমে মানুষকে স্বস্তি দিতে পটিয়া বন্ধুসভার উদ্যোগ

দাবদাহে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতায় চট্টগ্রামের পটিয়া বন্ধুসভার উদ্যোগে ক্যাম্পিংছবি: বন্ধুসভা

চলমান দাবদাহে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতায় চট্টগ্রামের পটিয়া বন্ধুসভার উদ্যোগে ক্যাম্পিং করা হয়েছে। এর অংশ হিসেবে ২৪ এপ্রিল পটিয়া উপজেলা শহরের ২৭৫ জন সাধারণ মানুষের মধ্যে মিনারেল ওয়াটার, খাওয়ার স‍্যালাইন ও লিফলেট বিতরণ করেছেন বন্ধুরা।

সাধারণ মানুষের মধ্যে ছিল বাস ও টেম্পোচালক, রিকশাচালক, পথচারী, ফল বিক্রেতা, পেপার বিক্রেতা, পান, লেবু ও কলা বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, ট্রাফিক পুলিশ, মুচিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। বন্ধুরা প্রচণ্ড গরমে স্বাস্থ্য সুরক্ষায় কী কী করণীয়, তা সম্পর্কে লিফলেট বিতরণের মাধ‍্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি যত্নশীল হওয়ার পরামর্শ প্রদান করে।

ভ‍্যানগাড়িতে করে লেবু ও কলা বিক্রি করা এক ব্যক্তি জানান, প্রচণ্ড গরমের মধ্যেও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে। ঘরে বসে থাকার সুযোগ নেই। বন্ধুরা তাঁকে পানি ও খাওয়ার স‍্যালাইন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দাবদাহে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতায় চট্টগ্রামের পটিয়া বন্ধুসভার উদ্যোগে ক্যাম্পিং
ছবি: বন্ধুসভা

টেম্পো গাড়ির সহকারী নোয়া মিঞা বলেন, ‘সকাল থেকে প্রচণ্ড গরমে যাত্রীদের ওঠানামা করাচ্ছি। গরমে মাথাটা ঘুরপাক খাচ্ছিল। আপনাদের দেওয়া খাওয়ার স‍্যালাইন ও পানি খেয়ে উপকার হলো।’
পত্রিকা বিক্রেতা আলম মিয়া বলেন, ‘সারা দিন পটিয়া থানার মোড়ে বসে পেপার বিক্রি করি। তার মধ্যে প্রথম আলো বন্ধুসভার কার্যক্রম নিয়মিত পত্রিকায় দেখি। আমাকে এগুলো দেওয়ার জন‍্য আপনাদের ধন্যবাদ।’

থানার মোড় হয়ে পটিয়া শহীদ ছবুর রোড ও পটিয়া ক্লাব রোডের মোড় পর্যন্ত ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন বন্ধুরা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা প্রান্ত বড়ুয়া, সভাপতি মানবেন্দ্র ভট্টাচার্য্য, সহসভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আইরিন সুলতানা, দুর্যোগ  ও ত্রাণ সম্পাদক মো. রাশেদুল্লাহ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাইদ হোসেন, প্রচার সম্পাদক জয় দে, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সুফি মোহাম্মদ রেজা, কার্যকরী সদস্য তানিয়া আকতার, তানাস চৌধুরীসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, পটিয়া বন্ধুসভা