১০০ এতিম কন্যাশিশুকে নিয়ে নওগাঁ বন্ধুসভার আনন্দ আয়োজন

ছিল মোরগ লড়াই, মার্বেল দৌড়, বালিশ খেলার আয়োজন
ছবি: সংগৃহীত

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নওগাঁ বন্ধুসভা একটি ভালো কাজ করার চেষ্টা করেছে। নওগাঁয় ১০০ জন এতিম কন্যাশিশুর সঙ্গে ৪ নভেম্বর দিনব্যাপী ছিল আনন্দ আয়োজন।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক স্বাগত বক্তব্য দেন। নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা চন্দন কুমার দেব শিক্ষামূলক প্রাণবন্ত আলোচনা করেন।

ছিল মোরগ লড়াই, মার্বেল দৌড়, বালিশ খেলার আয়োজন। প্রতিটি খেলায় তিনটি করে পুরস্কার ঘোষণা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নাচ। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিটি পর্বে তিনটি করে পুরস্কার ঘোষণা করা হয়।

পুরো আয়োজন শিশুরা নাচে–গানে জমজমাট করে তোলে। করতালিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। যেন এক মহা মিলনমেলা।

যেন এক মহা মিলনমেলা
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি লীনা আলী, সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার বাঁধন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ আরা পপি, সাংগঠনিক সম্পাদক সানম সাব্বির, প্রচার সম্পাদক নুরতাজ প্রিন্স, ওয়ালী আহমেদ, শিমুল হোসেন, নুরি আক্তারসহ আরও অনেকে।

ফারহান শাহরিয়ার বাঁধন, সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা