‘বৃক্ষরোপণের উদ্যোগ পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখবে’

জেলা শহরের বোচাগঞ্জ উপজেলার বাতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে গাছ বিতরণছবি: বন্ধুসভা

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করে দিনাজপুর বন্ধুসভা। ৫ সেপ্টেম্বর প্রথম ধাপে এই কর্মসূচি সম্পন্ন হয়। কয়েক শ ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন বন্ধুরা।

ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় জেলা শহরের বোচাগঞ্জ উপজেলার বাতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন বন্ধুরা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ৫০০ কাঁঠালগাছ, নিমগাছ, আমগাছ ও কদমগাছের চারা বিতরণ করা হয়। একই দিন পার্শ্ববর্তী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ৫০০ চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও রোপণ করা হয়। বন্ধুদের সঙ্গে সহযোগিতা করেন শিক্ষার্থীরা।

বাতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, ‘দিনাজপুর বন্ধুসভার মাধ্যমে আমরা পাঁচ শতাধিক গাছ উপহার পেয়েছি। কিছু গাছ স্কুল প্রাঙ্গণে রোপণ, আর বাকিগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এটি একটি যুগোপযোগী পদক্ষেপ। আন্তরিক ধন্যবাদ জানাই দিনাজপুর বন্ধুসভাকে।’

গাছ পেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুসতাকিম রহমান (১০) বলে, আমগাছ ও নিমগাছ পাইছি। এগুলো বাড়ির আঙিনায় লাগাব। বইতে পড়েছি, নিমগাছ খুব উপকারী এবার আমারও একটা নিমগাছ হলো। খুব খুশি।

বিদ্যালয়ে চারা গাছ রোপণ করে শিক্ষার্থীরা
ছবি: বন্ধুসভা

দিনাজপুর বন্ধুসভার সভাপতি শুভ রায় বলেন, ‘পরিবেশ রক্ষায় প্রতিবছর বন্ধুসভার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়। এটি আমাদের ধারাবাহিক আয়োজন। এবার কয়েক ধাপে জেলার বিভিন্ন স্থানে ব্র্যাক ও বন্ধুসভার সৌজন্যে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করছি। রোপণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আশা করছি বৃক্ষরোপণের উদ্যোগ পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ সহকারী উপজেলা শিক্ষা অফিসার খুর্শিদা ফেরদৌসী। বন্ধুসভার এই আয়োজনে খুশি হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘গাছ পরিবেশের জন্য খুবই উপকারী। তোমরা অবশ্যই সযত্নে গাছগুলো লাগাবে এবং যত্ন নেবে। মনে রেখো, তুমিও বড় হবে, গাছও বড় হবে এবং একদিন এই গাছ তোমাকে অনেক কিছু দেবে।’

সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা