default-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বছরের পঞ্চম ভার্চ্যুয়াল পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল শুক্রবার পাঠচক্র লিখিত আকারে ভার্চ্যুয়ালি সম্পন্ন হয়েছে। বন্ধুরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এবারের পাঠচক্রের জন্য নির্ধারিত বই ছিল আহমদ ছফার লেখা ‘বাঙালি মুসলমানের মন’। বন্ধুরা সবাই খুব সুন্দরভাবে বইটির রিভিউ লিখেছেন। লিখিত পাঠচক্রে অংশগ্রহণ করেন চবি বন্ধুসভার বন্ধু মারুফ মজুমদার, মোহাম্মদ এনামুল হক, ফাহিমা ইসরাত, শিহাব, রিমি, আমিন উদ্দীনসহ অনেকে।

বিজ্ঞাপন

‘বাঙালি মুসলমানের মন’ বইটি মূলত একটি প্রবন্ধগ্রন্থ। এই গ্রন্থে মোট ১১টি প্রবন্ধ স্থান পেয়েছে। প্রতিটি প্রবন্ধই ছিল সময়োপযোগী লেখা। সেই আদিম যুগ থেকে এখন পর্যন্ত বাঙালি মুসলমানের চিন্তাধারা অপরিবর্তিত থেকে গেছে। এই বিষয়টি লেখক তাঁর নিজস্বতা দিয়ে বইটিতে ফুটিয়ে তুলেছেন।

বইটি পাঠকদের নতুন করে ভাবতে শেখাবে বলেও মতামত দেন বন্ধুরা। প্রত্যেকের লেখনীতে প্রতিটি বিষয় সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। বন্ধুরা শুধু মৌখিকভাবে বলার দক্ষতা নয়, এবারে তাদের লেখনীর দক্ষতাও দেখিয়েছেন।

পাঠচক্র সম্পাদক, চবি প্রথম আলো বন্ধুসভা

কার্যক্রম থেকে আরও পড়ুন
মন্তব্য করুন