‘নিজেই নিজেকে তৈরি করো’

আড্ডায় যোগ দেন কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ
ছবি: সংগৃহীত

সপ্তাহ শেষে সিলেট বন্ধুসভার সদস্যরা সাপ্তাহিক বৈঠক সম্পন্ন করে থাকে। তারই পরিক্রমায় ১০ সেপ্টেম্বরও বন্ধুরা বৈঠকে বসেছিল সিলেট বন্ধুসভাকক্ষে। কিন্তু সেদিন সবার মধ্যে কোথাও যেন একটা উদ্দীপনা কাজ করছিল। একজনের অপেক্ষায় বন্ধুরা প্রতীক্ষার প্রহর গুনছে। সেই বিশেষ মানুষটি হলেন কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ। সিলেটে এসেছেন ব্যক্তিগত কাজে। শত ব্যস্ততাকে একপাশে সরিয়ে তিনি আড্ডা জমিয়ে দিয়েছিলেন সিলেটের বন্ধুদের সঙ্গে।

আলোচনায় উঠে এসেছে রবীন্দ্রনাথ, মাদার তেরেসা, শামসুর রাহমান কিংবা আনিসুজ্জামান সম্পর্কে নানা কথকতা। সিনেমার গল্পই–বা বাদ যাবে কেন? কবি যে একটা সময় সিনেমার রিভিউ লিখতেন। সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তুলে ধরেছেন তারেক মাসুদের সঙ্গে স্মৃতিময় কয়েকটি ঘটনা।

সিলেট বন্ধুসভার আড্ডা
ছবি: সংগৃহীত

একটা সময় পিয়াস মজিদ যখন বন্ধুদের উদ্দেশে বললেন, ‘এবার তোমরা কথা বলো।’ ব্যস, আর কী লাগে? বন্ধুরা সেই সুযোগ হাতছাড়া করতে এতটুকুও বিলম্ব করেনি। বন্ধুরা একের পর এক কঠিন সব প্রশ্ন ছুড়ে দিতে শুরু করে দিল কবির উদ্দেশে। কবিই–বা কম যান নাকি? বিশদভাবে সেগুলো বিশ্লেষণ করেছেন সবার কাছে। লেখালেখি, বই পড়া, সাহিত্য চর্চা—কোনো কিছুই বাদ যায়নি আড্ডায়। সব বিষয় নিয়ে বন্ধুরা জানতে চায়।

আড্ডায় যোগ দেন কবি ও প্রাবন্ধিক পিয়াস মজিদ
ছবি: সংগৃহীত

কবি যখন কথা বলছিলেন, আমি অবাক নয়নে তাকিয়ে ছিলাম তাঁর মুখমণ্ডলের পানে। এত এত কথা বলছেন, কিন্তু মুখে বিরক্তির কোনো ছাপ নেই। বরং একটু পরপর কবির মুখের হাসি বন্ধুদের মোহিত করেছে। কবির শব্দভান্ডারে কত যে হাজারো শব্দ খেলা করে, সেটা যাঁরাই কবির সঙ্গে আড্ডায় ডুব দিয়েছেন, তাঁরাই ভালো বলতে পারবেন।

বিনয়ী ও নিরহংকারে মাখামাখি একজন ব্যক্তিত্ব। কথা বলতে বলতে একটা পর্যায়ে গলা শুকিয়ে গেলে চা পানে আবারও সক্রিয় হয়ে ওঠেন। প্রতিটি বাক্য শ্রুতিমাধুর্যে ভরপুর। চার ঘণ্টা ধরে বন্ধুদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন পিয়াস মজিদ।

সিলেট বন্ধুসভার আড্ডা
ছবি: সংগৃহীত

আড্ডাটা এমন ভাবে জমে উঠেছিল যে মনে হয়েছিল, শত শত ঘণ্টায়ও বুঝি এ আড্ডা থামবার নয়। কিন্তু সবকিছুর তো একটা সমাপ্তি থেকেই যায়। আমাদের আড্ডারও সমাপ্তি টানতে হয়েছে। পিয়াস মজিদের বলা একটি কথা প্রত্যেক বন্ধুর কাছে আদর্শ হয়ে ধরা দেয়, ‘তোমরা অন্যকে অনুকরণ না করে নিজেই নিজেকে তৈরি করো।’

সাহিত্য সম্পাদক, সিলেট বন্ধুসভা