প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ বন্ধুসভার আয়োজনে ৮ নভেম্বর সন্ধ্যায় অনলাইন সুধী সংযোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাতটায় সুধী সংযোগ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন শুরু হয়। নওগাঁ বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। এরপর নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান তাঁর বক্তব্যে অতিথিদের উদ্দেশে নওগাঁ বন্ধুসভার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরেন।
অনলাইন সংযোগে যুক্ত হয়ে একুশে পরিষদ নওগাঁর সভাপতি ও প্রথম আলো নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা ডি এম আবদুল বারী বলেন, ‘প্রথম আলো তরুণদের পত্রিকা, তারুণ্যের পত্রিকা। ২২ বছর ধরে পত্রিকায় সংবাদ ও ফিচার প্রকাশের মাধ্যমে তরুণদের আলোর পথ দেখিয়ে যাচ্ছে। এ ছাড়া প্রথম আলো তার পাঠক সংগঠন বন্ধুসভার মাধ্যমে তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করার পাশাপাশি নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করে তাদের আলোর পথ দেখিয়ে যাচ্ছে।’
সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি ও সংস্কৃতিকর্মী মহসীন রেজা বলেন, ‘প্রথম আলো তার প্রতিষ্ঠালগ্ন থেকেই অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তাঁর সাহসী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আলফ্রেড সরেন হত্যাকাণ্ড থেকে শুরু করে নওগাঁর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ওপর চলা অনেক অন্যায়-অত্যাচারের খবর প্রথম আলোর পাতায় উঠে এসেছে। প্রথম আলোর সাহসী অবস্থানের কারণে অনেক নিপীড়িত মানুষ প্রতিকার পেয়েছে।’
অন্যান্যের মধ্যে সুধী সংযোগে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রথম আলো নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা চন্দন কুমার, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ প্রমুখ।
বক্তব্যের ফাঁকে ফাঁকে ভার্চ্যুয়াল এ আয়োজনে গান পরিবেশন করেন সংগীতশিল্পী বিপুল কুমার, নওগাঁ বন্ধুসভার বন্ধু লিনা আলী, সাকিব, নূরী আখতার ও তোফাজ্জল হোসেন, কবিতা আবৃত্তি করেন ফারহান শাহরিয়ার, শিমুল ও জেরিন রাফা, নৃত্য পরিবেশন করেন তাওরাত তানজুর এবং বাঁশি বাজিয়ে শোনান স্বাক্ষর।
ফারহান শাহরিয়ার: সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা