ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নওগাঁ বন্ধুসভার প্রতিবাদী অবস্থান
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁ বন্ধুসভা মানববন্ধন করেছে। ৭ অক্টোবর বুধবার বিকেল পাঁচটায় নওগাঁ সরিষাহাটির মোড়ে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, ‘দাবি একটাই, ধর্ষকের ফাঁসি চাই। যারা ধর্ষণ করে, নারী ও শিশু নির্যাতন করে, তারা পশুর চেয়েও জঘন্য। তাদের দ্রুত কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আইনের দীর্ঘসূত্রতায় যেন বিচার কার্যক্রম বিলম্ব না হয়। যারা ধর্ষণকারী, তাদের পক্ষে যেন কোনো আইনজীবী না থাকেন, সুপারিশকারী না থাকেন।’
সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার বাঁধনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি লীনা আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজা আরা পপি, নারীবিষয়ক সম্পাদক রাবেয়া আফরোজসহ বন্ধুসভার সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা