ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রে আনিসুল হকের ‘জননী সাহসিনী ১৯৭১’

ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্র

ঝালকাঠি বন্ধুসভার বছরের মার্চ মাসের পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল চারটায় ঝালকাঠি শিশুপার্ক সবুজ প্রাঙ্গণে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে এ পাঠচক্রের আসর বসে।

পাঠচক্রের নির্ধারিত বিষয় ছিল আনিসুল হক রচিত গল্প ‘জননী সাহসিনী ১৯৭১’। আনিসুল হক ‘জননী সাহসিনী ১৯৭১’ গল্পে যা বলতে চেয়েছেন, তা বইয়ের প্রতি পাতায়, প্রতি কথায় ফুটে উঠেছে। ১৯৭১ সালের বর্বর অত্যাচারের চিত্র, সাদাসিধে বাঙালির ওপর পাকিস্তানি মিলিটারির অমানুষিক নির্যাতন এবং তার দাঁতভাঙা জবাবে বাঙালির বজ্রকণ্ঠে গেয়ে ওঠা ‘জয় বাংলা’ স্লোগানের চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে এই বইয়ে। একই সঙ্গে পাকিস্তানি মিলিটারিদের সঙ্গে তালে তাল মিলিয়ে যারা বাঙালিদের ওপর চরম নির্যাতন করেছে, পাকিস্তানিদের সব কাজে সাহায্য করেছে, গ্রামের মা-বোনদের ক্ষতি করেছে, সেই সব রাজাকারের চরিত্রও তুলে ধরা হয়েছে এখানে।

এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এক নারী, যার নাম জমিলা। তার সংসারে আছে স্বামী ও সন্তান। আরও আছে দুটি বলদ ও একটি গাই। এমনই এক গ্রাম্য–অশিক্ষিত নারীর অসীম ধৈর্য, সন্তানের প্রতি ভালোবাসা, চরম জুলুমের শিকার হওয়া এবং সব শেষে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালী সৈন্যকে পরাজিত করার মধ্য দিয়ে একাত্তরের সেই মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে এই বইয়ে। এ গল্পের প্রধান কয়েকটি চরিত্র হলো জমিলা, হাশেম আলী, নয়ন, কানাবুড়ি, রাজাকার কাদের আলী, মিলিটারি, জয়নাল মাস্টার, হামীদ বোখস, শেফালী, অরুণা ইত্যাদি।
একাত্তরের সেই অমর কাহিনি জানতে, মুক্তিযুদ্ধের আসল চিত্রটি কল্পনার চোখে দেখে আসতে এই বই পড়া সবার জন্য খুবই দরকার। বইটি সময় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।

ঝালকাঠি বন্ধুসভার সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে ও পাঠচক্র সম্পাদক জান্নাতুল সাথীর সঞ্চালনায় পাঠচক্রটি পরিচালিত হয়। পাঠচক্রে বন্ধুরা গল্পটি সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন।

পাঠচক্র শেষে তিন বন্ধুকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁরা হলেন আবদুল্লাহ যুবায়ের, শাহানাজ মুন ও রোহান মল্লিক।

পাঠচক্র শেষে বন্ধুরা আগামী মাসের কর্মপরিকল্পনা সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। পাঠচক্রে ঝালকাঠি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক মুসরান জাহান নাজ, মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক শাহানাজ মুন, সদস্য আব্দুল্লাহ যুবায়ের, রোহান মল্লিক, লুনা হোসাইনসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

লেখক: সাব্বীর হোসেন, সদস্য, ঝালকাঠি বন্ধুসভা