default-image

করোনার সময়টাতে নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরেছে। দীর্ঘদিন যাবৎ বন্ধুরাও একঘেয়ে দিন কাটাচ্ছিল। এমন প্রেক্ষাপটে ঝালকাঠি বন্ধুসভা এবার ভিন্ন আঙ্গিকে পাঠচক্র করল।

সুগন্ধা নদীর তীরেই অবস্থিত ছোট্ট শহর ঝালকাঠি। এই নদীকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস, গল্প, কবিতা ও গান। সেই নদীর কোমল মিষ্টি হাওয়া গায়ে লাগাতেই এ আয়োজন।

বিজ্ঞাপন

৫ মার্চ শুক্রবার বিকেল চারটায় বন্ধুদের নিয়ে সুগন্ধা নদী পরিভ্রমণ এবং বইয়ের রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাঠচক্রে সেলিনা হোসেনের লেখা ‘হাঙর নদী গ্রেনেড’ বই নিয়ে আলোচনা করেন বন্ধুরা।

default-image

সেরা তিনজন আলোচককে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন জান্নাতুল সাথি, মুসরান জাহান নাজ ও নুসরাত জাহান সায়মা।

default-image

ভ্রমণে অংশ নিয়েছেন উপদেষ্টা ছবির হোসেন, সভাপতি আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানাসহ অন্য বন্ধু ও অভিভাবকেরা।

কার্যক্রম থেকে আরও পড়ুন
মন্তব্য করুন