এতিম শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ ও ভার্চ্যুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল গোয়ালন্দ বন্ধুসভা। ৮ নভেম্বর দিনব্যাপী রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার আয়োজনে দিবসটি উদ্যাপিত হয়।
গত রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলার শামছুল উলুম হাফিজিয়া ইবতেদায়ি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। খাবারের মধ্যে ছিল পোলাও, মুরগির মাংস, মুড়িঘন্ট ও মিষ্টান্ন। এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এর আগে মাদ্রাসা চত্বরে উন্নত জাতের আমের চারা রোপণ করা হয়। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ৭৫ জনের মধ্যে উন্নত মানের খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশনকালে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বলেন, ‘প্রথম আলো সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। ভালোর সঙ্গে আলোর পথচলা আরও গতিশীল হোক, এই হোক আমাদের কামনা। প্রথম আলোর যেকোনো ভালো কাজের সঙ্গে আমরা আছি, ভবিষ্যতেও থাকব।’
দিনব্যাপী এসব অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ভার্চ্যুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রথম আলো প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক, বন্ধুসভার উপদেষ্টা ও আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগী অধ্যাপক ও আব্দুল হালিম মিয়া কলেজের কো–প্রতিষ্ঠাতা ফকীর মো. নুরুজ্জামান, বন্ধুসভার সাবেক সভাপতি, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন কলেজের অধ্যাপক কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বন্ধুসভার উপদেষ্টা মো. সিদ্দিক মিয়া, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও বন্ধুসভার উপদেষ্টা মো. সেলিম মুন্সী, বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাবেক সভাপতি শেখর আহমেদ বাবু, সহসভাপতি নাসরিন আক্তার ইতি, মো. লুৎফর রহমান, সাবেক সহসভাপতি মো. বাদল বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক জীবন চক্রবর্তী, সহসাংগঠনিক সম্পাদক শফিক মন্ডল, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক ইমদাদুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. জাকির হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. সবুজ, বেলায়েত হোসেন, ফিরোজ আহম্মেদ, শরিফুল ইসলাম, ফরহাদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।