মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ৩১ মার্চ বিকেলে লালমনিরহাট বন্ধুসভা জেলা শহরের মিশন মোড় এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

এতে বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক, লালমনিরহাট বন্ধুসভার সভাপতি সাহেবর হোসেন, সহসভাপতি ফারাহ নাজ ফিবা, প্রথম আলোর প্রতিনিধি আবদুর রব, ডেইলি স্টার করসপনডেন্ট এস দিলীপ রায়, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, আশিকুর রহমান প্রমুখ।

বক্তব্যে জাফর সাদিক বলেন, ‘শামসুজ্জামান শামসকে যে প্রক্রিয়ায় তুলে নিয়ে অজ্ঞাত রাখার পর মামলা দিয়ে অভূতপূর্ব সাজানো অভিযানে আটক দেখিয়ে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, সেটি নাগরিকের আইনি ও সাংবিধানিক অধিকারের সম্পূর্ণ বিপরীত। এর মধ্য দিয়ে মনে হয়, রাষ্ট্র পুলিশি রাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে। অবিলম্বে সাংবাদিক শামসকে মুক্তি দিতে হবে, সম্পাদক মতিউর রহমানসহ সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত সবার মামলা প্রত্যাহার করতে হবে এবং অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।’

এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সিপিবির সভাপতি বিশিষ্ট আইনজীবী ময়জুল ইসলাম ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু সায়েদ বাধন, যুগ্ম সম্পাদক সাব্বির ইসলাম, সাংগঠনিক সম্পাদক রণি কোরাইশী, দিনাজপুর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক নাসিফ ইরতিসাম, প্রথম আলো পত্রিকার এজেন্ট সাজিদ আলম, আবদুল হাকিম, গাজি টিভির সাংবাদিক আলতাফুর রহমান, বৈশাখী টিভির সাংবাদিক তৌহিদ লিটন, বাংলা ভিশনের সাংবাদিক মেহেদী হাসান, ডিবিসি টিভির সাংবাদিক হাসান, লালমনিরহাট শহরের রহমান স্মৃতি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি ফারুক আহমেদ প্রমুখ।