বিষণ্নতা

একটা যুদ্ধ করছি
মস্ত বড় যুদ্ধ,
নিজের সাথে যুদ্ধ
আশপাশে কেউ নেই,
এই শুধু আমার একার যুদ্ধ।
কয়েক বছর আগের আমিকে,
মিলিয়ে দেখছি…
সেই চঞ্চলতা, হাসিমুখে,
ছেয়ে গেছে আজ বিষণ্নতা।
কত দিন যেন আমার মতো করে হাসি না,
আমার মতো করে কথা বলি না,
সবকিছু যেন আজ অচেনা হয়ে গেছে,
ছেয়ে গেছে বিষণ্নতা।
দিন দিন যেন অন্ধকারে ছেয়ে যাচ্ছে চারিদিক,
আমি চাই না যেতে অন্ধকারে,
আবার আমার মতো করে হাসতে চাই,
আবার আমার মতো করে কথা বলতে চাই,
এই বিষণ্নতা কাটিয়ে,
আবার আমি আগের আমাকে,
আমার মাঝে খুঁজে পেতে চাই।
ইডেন মহিলা কলেজ