নীল কাব্য
এই ভুবনে হাজারো মানুষের ভিড়ে তুমি এক অনন্য-অসাধারণ
যাকে নিয়ে রোজ কাব্য রটে, মনের শহরে তার নিত্য বিচরণ,
ভালোবাসার পাহাড় জমিয়েছি বুকে, বেহায়া মন শোনেনি কখনো বারণ
তোমার প্রেমে ডুবে গেছি আজ, ভালোবেসেছি সব কারণ-অকারণ।
আমার নয়নে বৃষ্টি নামুক কিংবা নামুক ঝড়
হৃদয়জুড়ে শুধুই তুমি থাকবে জীবনভর,
তোমার প্রেমে কণ্ঠ ভাসুক, ভাসুক গলার স্বর
তোমার প্রেমে সিক্ত হবে এই রুক্ষ বালুচর।
তোমায় পেতে ব্যাকুল হয়েছি, উতলা হয়েছে মন,
তোমার অপেক্ষার প্রহর গুনছে আমার ত্রিভুবন।
বুকজুড়ে আজ কত সুর বাজে! কত শত আলাপন
বিদ্ধ বুকে তোমায় পেতে সে এক অদ্ভুত প্রহসন।
রোজ রাতে স্বপ্নে এসো, দিনে হয়ে এসো কল্পনা
দিবানিশি তোমায় নিয়ে আঁকছি কত আলপনা।
তোমার চাহনিতে মুগ্ধ আমি, এ নিছক কোনো গল্প না,
তোমার প্রেমে এই পাগলের গল্প মোটেই অল্প না।
একপলক দেখতে তোমায়, বুকে সে কি মৃদু যন্ত্রণা
কাকে বলব এ ব্যথা, কে দিতে পারে সমাধান—
সময় যেন থমকে দাঁড়ায়, চারপাশ যেন নিশ্চুপ অজানা
ইচ্ছা করে ঘুচিয়ে ফেলি সব বাধা-ব্যবধান।