default-image

বুকের ভিতরে আষাঢ়ের মেঘ
দুচোখে শ্রাবণ জল
মনের গহিনে জোয়ার–ভাটার
খেলা চলে অবিরল।

ঘুমে জাগরণে হাজার স্বপ্নে
সাজানো জীবন নদী
লক্ষ বাধার পাহাড় ডিঙিয়ে
বয়ে চলে নিরবধি।

দুঃখ–সুখের সাগরের ঢেউ
তটের রেখাটি চুমি
অষ্ট প্রহর ভালোবেসে ছোঁয়
জীবনের বেলাভূমি।

কতবার ডুবি কতবার ভাসি
কতবার মরে যাই
তবুও জীবন বড় ভালোবাসি
শতবার তারে চাই।

সালমা তানজিয়া: যুগ্ম সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

বন্ধুসভায় লেখা পাঠানোর ঠিকানা: bondhushava@prothomalo.com

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0