গ্রীষ্মের দুপুর

গ্রীষ্মের দুপুরে
তাপ দেয় রবি
খাল-বিলে পানি নেই
শুকিয়ে যায় সবই।
পিপাসায় পথিকের
গলা যায় শুকিয়ে,
তাজা ফুল লজ্জায়
মুখ নেয় লুকিয়ে।
মাঠঘাট সবকিছু
হয় ফেটে চৌচির,
এ অলস দুপুরে
কাজ নেই বউ-ঝির।
ঝরে ঘাম অবিরাম
গা থেকে কৃষকের,
তবু কাজ থেমে নেই
ফসলটা কী শখের!
শান্তির ঠিকানা
সব গাছের ছায়াটাই
বলে যায় সব্বাই
পানি চাই, মায়া চাই।
মিরপুর, ঢাকা