কাব্যগাথা

১
প্রয়োজনে শহরের বিলবোর্ডে ভালোবাসার বিজ্ঞাপন টাঙানো হোক,
তবুও ওদের একাকী জীবনে
একটিবার প্রেমের বসন্ত আসুক!
২
জ্বর ধীরে হারাচ্ছে ধবধবে সাদা নাপা,
আপন মানুষ অথচ
কাছে যেতে আজ শত বাধা...
৩
কি কঠিন সময় চারদিকে নিষেধাজ্ঞা,
একাকী চায়ের কাপ জমছে না আড্ডা।
৪
জীবনের চেয়ে জীবিকা দামি,
পায়ে হেঁটে মৃত্যু মিছিলে নামি।
৫
সম্পর্কের শহরে একাকিত্বের কারফিউ জারি,
করোনা আর কতটুকু ছড়াবে তোমার নির্মম মহামারি?
৬
আমার একলা চায়ের কাপে,
বিষণ্ন নীলচে বিকেল।
তুমি কার চিঠি পড়ো,
আমার মন খারাপের দিনে।
৭
ভালোবাসবে?
জ্যোৎস্না আর সমুদ্র দেখেই এক মহাকাল কাটিয়ে দেব।
৮.
তুমি শাড়ি পরে এসো
আমি পালকি নিয়ে আসি
৯.
জগতের ভয়ংকর খুনিগুলো হলো
মানসিকভাবে খুন করা মানুষগুলো...
১০.
মন খারাপের ইস্টিশনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকি রোজ,
তুমি নামক আগন্তুকের আগমনী আর কত দূর...?
১১.
অবহেলা আর মন খারাপের হাটে তোমায় বেচে ছিল যারা,
দেখে নিয়ো ভাগ্যের পরিহাসে সেগুলো সওদা করবে তারা!
১২.
যে মন আচারেই গলে, তাকে রাজত্বের লোভ দেখানোর কি দরকার,
মাঝেমধ্যে তেঁতুলের আচার কিনে দিয়ো, ভালোবাসা উথলে পড়বে!
১৩.
বৃষ্টি বিষাদের সুর তুলেছে স্যাঁতসেঁতে মন
সাবধানে পথ চলো প্রেমে পড়া বারণ।
উপদেষ্টা, ড্যাফোডিল স্থায়ী ক্যাম্পাস বন্ধুসভা