উইবিডি নারী উদ্যোক্তা সম্মাননা

নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার-প্রসারসহ তাঁদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়াই ‘উইমেন অন্ট্রপ্রিনিয়রস অব বাংলাদেশের (উইবিডি)’ মূল লক্ষ্য। গত ৩১ মার্চ এ উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়। উদ্যোক্তা সমাবেশে নারী উদ্যোক্তাদের সফলতার স্বীকৃতিস্বরূপ এবং উদ্যোক্তাদের উৎসাহ জোগাতে ১০ জন নারী উদ্যোক্তাকে তাঁদের নেওয়া উদ্যোগের ওপর ভিত্তি করে সম্মাননা প্রদান করা হয়েছে।

উইবিডি নারী উদ্যোক্তা সম্মাননা
উইবিডি নারী উদ্যোক্তা সম্মাননা


নারী উদ্যোক্তাদের ২০১৮ সালের কাজের ওপর ভিত্তি করে, তাঁদের কাজে অনুপ্রেরণা জোগাতে এই সম্মাননা প্রদান করা হয়েছে। উইবিডি উদ্যোক্তা সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন, ডা. ফারহানা মোবিন, নুসরাত জাহান, শারমিন সেলিম, মাকসুদা সোয়াইব, রাফাত আরা ডালিয়া, ইসরাত জাহান চৌধুরী, সামা জোহরা, নওরিন নুসরাত, মনিরা রহমান, পারভিন আকতার।

উইবিডি নারী উদ্যোক্তা সম্মাননা
উইবিডি নারী উদ্যোক্তা সম্মাননা


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইবিডির চেয়ারপারসন শারমিন আকতার।
রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাঙ্কোয়েট হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।